শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভিসিকে হটাতে ব্যতিক্রমী প্রতিবাদ, ফুটবলে ফরিদ লিখে খেলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৭, ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ

ফুটবলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের নাম লিখে ‘উপাচার্য বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ খেলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

271247416_1058258684956314_3805339101203846541_n

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) হতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ধারাবাহিক বিক্ষোভ চলার সময় ১৬ জানুয়ারি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আইসিটি ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। এসময় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হলে তা বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ভিসির পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। এরপরও তাদের দাবি পূরণ না হওয়ায় গত ১৯ জানুয়ারি দুপুর থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। পরে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের প্রচেষ্টায় দীর্ঘ ১৬২ ঘণ্টা পর বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ২১ মিনিটের দিকে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি ভাঙেন। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।