শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় ট্রাকে বিদ্যুতায়নে চালক ও হেলপারের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ৯, ২০২০, ১:৩১ পূর্বাহ্ণ
এমএ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই ট্রাক বিদ্যুতায়িত হয়ে ট্রাকচালক ও সহকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা থানার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মামারিশপুর গ্রামের নাজিম উদ্দিনেরর ছেলে ট্রাকচালক রাজু মিয়া (২২) ও একই উপজেলার আখালিয়া এলাকার মনির উদ্দিনের ছেলে এবং ট্রাক চালকের সহকারী সাজন মিয়া (১৮)।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার জানান, ড্রাম ট্রাক থেকে বালু আনলোড করার সময় হঠাৎ ট্রাকটি বিদ্যুতের তারের স্পর্শ লেগে পুরো ট্রাক বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও সহকারীর মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।