বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৬, ২০২০, ১:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৬৯৩ জন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়ালো। আক্রান্ত ৪ হাজার ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

দেশটির এক সরকারি পরিসংখ্যান বলা হয়েছে, ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।

গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ইসলামী সম্প্রদায় তাবলিগ-ই-জামাত একটি বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে যাতে যোগ দেন বহু বিদেশিও।

দেশটির সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ওই জমায়েত থেকেই করোনা সংক্রমণ হু-হু করে ছড়িয়ে পড়ে পুরো দেশে।