আজ শুক্রবার ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২০, ২০২২, ১১:০১ অপরাহ্ণ




বড় ভাইয়ের চেয়ারে ছোট ভাই!

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৮ মে/২০২২) বিআরডিবি’র অধিনস্ত গৌরীপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডে’র নির্বাচনে শুভ্র’র ভাই মো. আবেদুর রহমান প্রান্ত চেয়ারম্যান (সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন। এ পদে থাকা গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র ২০২০সনের ১৭ অক্টোবর দুর্বৃত্ত্বদের হামলায় নিহতের ঘটনায় আসনটি শূন্য হয়। হত্যাকান্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার (১৮ মে/২০২২) মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়া ও উপজেলা সমবায় অফিসার ফাহমিদা আক্তার লীমা স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি যোগীরডাংরী সমিতির মো. দোয়াদ মিয়া, সদস্য গিধাউষার মো. আব্দুল মান্নান, বিশ^নাথপুরের মো. হাকিমুর রহমান, লামাপাড়ার মো. মজিবুর রহমান, বিষমপুরের মো. কবীর মাসুদ আলম, নতুনবাজারের মোছা. জাহানারা খানম।
জানা যায়, গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র ২০২০সনের ১৭ সেপ্টেম্বর খুন হন। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। গত বছরের ৫ মে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ আদালতে প্রতিবেদন দেন। প্রতিবেদনে মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯জনকে অভিযুক্ত করে এ প্রতিবেদন দাখিল করেন। অন্যরা হলেন হলেন রিয়াদের ভাই মাসুদ পারভেজ কার্জন (২৭), উত্তরবাজার পশ্চিম লাইনের জুলমান রেজা অলির পুত্র সাকিব আহম্মেদ রেজা (২৮), পশ্চিম লামাপাড়ার আব্দুল হেলিমের পুত্র মোজাম্মেল হক (৩০), পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার পুত্র খাইরুল ইসলাম (৩০), পশ্চিম ভালুকার মৃত মাহবুর রহমান মাস্টার কাদেরের পুত্র রিফাত (২৫), পশ্চিম কাউরাটের মো. মোস্তফার পুত্র মো. হানিফ ওরফে আবু হানিফা (৩০), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২৮), মৃত আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০), আইনুল হকের পুত্র শরীয়তউল্লাহ সমুন (৩৩), গৌরীপুর পৌরসভার মেয়রের ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৮), অপর ভাই সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৩৮), পশ্চিম কাউরাটের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), কাউরাট মধ্যপাড়ার মৃত ঈমান আলীর পুত্র কামাল মিয়া (৩৫), আব্দুল হেলিমের পুত্র মো. মাঈন উদ্দিন (২০), পশ্চিম লামাপাড়ার মৃত নজরুল ইসলামের পুত্র শরীফুল ইসলাম নাঈম (২২), পশ্চিমকাউরাটের মৃত আব্দুল জব্বারের পুত্র রুহুল আমিন (২৮) ও পৌর শহরের রিস্কাপট্টি কচিকাচার মৃত আছির উদ্দিনের পুত্র শাহজাহান মিয়া (২৫)।
এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বিচার কার্যক্রম চলমান রয়েছে। নিহতের চাচা সাদেকুর রহমান সেলিম বুধবার (১৮ মে/২০২২) জানান, মামলার স্বাক্ষী শেষ পর্যায়ে রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০