বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী কমলা ধরের ১২তম মহাপ্রয়াণ দিবস

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ময়মনসিংহের গৌরীপুরের কমলা ধরের আজ শনিবার (১৬-০৪-২২) ১২তম মৃত্যু বার্ষিকী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুভাষ বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দু ফৌজের সশস্ত্র শাখার সদস্য ছিলেন। ১৯৬৫সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিবার-পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন। তাঁর স্বামী মধূ সুদন ধর ৭১’র রণাঙ্গণে শহীদ হন। বিশ্ব ব্যাংকে কর্মরত সুব্রত শংকর ধর, সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু ও কলামিস্ট নারী নেত্রী সাংবাদিক সুপ্রীতি ধরের মাতা। কমলা ধর ২০১০সনের ১৬এপ্রিল পরলোকগমন করেন।