মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বৃস্পতিবার থেকে চলবে আরও ৩৬ ট্রেন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাস মহামারির রোধে লকডাউনে বন্ধ হওয়া আরও ৩৬টি ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে চলবে। এর মধ্যে ১২টি আন্তঃনগর এবং বাকিগুলো মেইল ও কমিউটার ট্রেন।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদের জন্য মাঝে আট দিন বাদে ২২ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রতিদিন সারাদেশে ১০২টি আন্তঃনগর এবং ২৬০টি মেইল, লোকাল ও কমিউউটার ট্রেন চলে। ১১ আগস্ট ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার চালু হয়।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাদাহাত আলী জানিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রম সব ট্রেন চলবে।

বৃহস্পতিবার থেকে যেসব আন্তঃনগর ট্রেন চলবে সেগুলো হলো- ঢাকা-চট্টগ্রাম রুটের ‘মহানগর’ ও ‘চট্টলা’, ঢাকা-কিশোরগঞ্জ রুটের ‘এগারো সিন্ধুর’, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের ‘ব্রহ্মপুত্র’, ঢাকা-সিলেট রুটের ‘কালনী’, ঢাকা-জামালাপুর রুটের ‘জামালপুর এক্সপ্রেস’, সান্তাহার-বুড়িমারী রুটের ‘করতোয়া’, খুলনা-রাজশাহী রুটের ‘কপোতাক্ষ’, ঢাকা-রাজশাহী রুটের ‘সিল্কসিটি’ ও ‘ধূমকেতু’ এবং সান্তারহার-দিনাজপুর রুটের ‘দোলনচাঁপা’।

টি.কে ওয়েভ-ইন