শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান গৌরীপুরের শাহিন ও পৌষী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২০, ৮:০০ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান বুরহান, বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান উপস্থিত বক্তৃতায় পৌষী, লোক সংগীত ও দেশাত্ববোধক সংগীতে শাহীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি/২০২০) জিলা স্কুল মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।


পৌষী গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি ছাত্রী। তার পুরো নাম যারিন সোবাহ্ পৌষী। নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ ও গৃহিনী আনিকা বুশরার কন্যা। গৌরীপুর বাজার পশ্চিম লাইনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাক্তারের নাতনী।
অপরদিকে মোঃ শাহীন মিয়া শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। পৌর শহরের পূর্বদাপুনিয়ার ব্যবসায়ী মোঃ আবু সাঈদ ও গৃহিনী হেলেনা খাতুনের পুত্র। সে এবার লোক সংগীত ও দেশাত্ববোধক সংগীত চ্যাম্পিয়ান হয়।

এছাড়াও শাহীন ২০১৯সালে জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দিবেন। জাতীয় ও এবার বিভাগীয় চ্যাম্পিয়ান হওয়ায় শ্রেণিশিক্ষক আফরোজা সুলতানা জানান, আমরা গর্বিত; এ অর্জন ময়মনসিংহ বিভাগের শিশুদের আরো অনুপ্রেরণা জোগাবে।
ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার হাজারো শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করলো পৌষী ও শাহীন। মঙ্গলবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক, ময়মনসিংহ পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ রকিবুল ইসলাম তালুকদার প্রমুখ।