বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বিজয়ী প্রার্থীদের সঙ্গে বিকালে মমতার গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ মে, ২০২১
||
  • প্রকাশিত সময় : মে, ৩, ২০২১, ২:২৩ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২০০ আসন দখলের বিজেপির সব পরিকল্পনা প্রায় একা হাতে মোকাবিলা করে আবারও তৃণমূলকে জিতিয়ে আনলেন মমতা ব্যানার্জি।

বুঝিয়ে দিলেন জাতীয় রাজনীতিতে আগামী দিনে তিনিই অন্যতম প্রধান মুখ। পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহারের ফর্মুলায় বাংলা দখল করতে পারবে না বিজেপি। খবর জিনিউজের।

দুই-তৃতীয়াংশেরও বেশি আসন নিয়ে এবার রাজ্যে ফের সরকার গঠন করতে চলেছে তৃণমূল।

এ নিয়েই আজ সোমবার বিকালে দলের জয়ী প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী। তৃণমূল ভবনে ওই বৈঠকটি হবে সোমবার বিকাল ৪টায়।

রোববারই ওই বৈঠকের কথা দলের জয়ী প্রার্থীদের জানানো হয়। জয়ী প্রার্থীদের মমতা কী বার্তা দেন সেটিই এখন দেখার বিষয়।

ধারণা করা হচ্ছে— মন্ত্রিসভা গঠন নিয়ে বৈঠকে কোনো বার্তা দিতে পারেন মমতা। এবার যারা নতুন নির্বাচিত হয়েছেন, তাদের কেউ কেউ মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

ওই বৈঠকের পর সন্ধ্যায় রাজ্য়পাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন মমতা ব্যানার্জি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠনের প্রস্তাব দিতে পারেন মমতা।

টি.কে ওয়েভ-ইন