বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বিএনপি নেতাদের কালুরঘাট বেতারকেন্দ্রের যেতে বাধা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ মার্চ, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২২, ৪:০১ অপরাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করতে যেতে বাধা দিয়েছে পুলিশ।

রোববার দুপুর একটার দিকে নগরের দুই নম্বর গেইট এলাকায় তাদের বাধা দেওয়া হয়। পরে সেখান থেকে তারা ফিরে যান।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।

এদিকে রোববার সকাল থেকে বিএনপি নেতাদের কালুরঘাট বেতার কেন্দ্রে যাওয়া ঠেকাতে বহদ্দারহাট ও চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্স এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর একটার দিকে নগরের দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে ফুল দিয়ে সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরপর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন তারা। কিন্তু ২ নম্বর গেইটে পুলিশের বাধার মুখে পড়েন।

চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যেতে চেয়েছিলেন মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু দুঃখজনকভাবে পুলিশ যেতে দেয়নি।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, বিপ্লব উদ্যান ও পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কর্মসূচি ছিল। কালুরঘাট বেতার কেন্দ্রে কর্মসূচির বিষয়ে আমাদের আগে জানানো হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের সেখানে যেতে দেওয়া হয়নি।