শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাহরাইনে করোনায় আক্রান্ত ১৪৩ বাংলাদেশি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২০, ২:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক

বাহরাইনে গত দুই দিনে ৪৬ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১৪৩ জন।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৮১০ জন। মৃতের সংখ্যা ৮ জন এবং সুস্থ হয়েছেন ১২৪৬ জন।

দেশটিতে প্রায় দুই সহস্রাধিক বাংলাদেশি রয়েছে হোম কোয়ারান্টাইনে। বাংলাদেশি কর্মী রয়েছে এমন অনেকগুলো ভবনে করোনা রোগী শনাক্ত হওয়ায় অঘোষিতভাবে সেসব ভবন লকডাউন করা হয়েছে।

এ অবস্থায় নিরাপদ আবাসন ও খাদ্য সংকট দূর করতে ঘনবসতিপূর্ণ এলাকা ও কক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন স্কুল ও পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস,বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি নামের একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

এছাড়া বাংলাদেশ সমাজ, বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ ইয়ূথ ক্লাবও সহযোগিতা করতে দেখা গেছে। বাংলাদেশিদের খাদ্য, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও কর্মসহ নানা সমস্যায় সহযোগিতা নিয়ে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।