বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাল্যবিয়ে ও মাদক বিরোধী প্রচারাভিযান : গৌরীপুরে শপথ নিলেন সহস্রাদিক শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার আয়োজনে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর/২০২২) বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকবিরোধী প্রচারাভিযানে সহস্রাদিক শিক্ষার্থী শপথ নেন।

‘বাল্য বিবাহকে না বলি, সম্মুখ পানে এগিয়ে চলি’ ¯েøাগানে শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক। সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক রহমত উল্লাহ ও সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ও অন্যচিত্রের কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল রায়।

সমাবেশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হালিম, সাহিদা বেগম, খালেদা আক্তার, উম্মে কুলসুমী বেবী, সহকারী শিক্ষক আবু তাহের সিদ্দিক, কাকন দাস, রূপম রশিদ অপরূপ, মোজাম্মেল হক, ফয়সাল আহমেদ, নয়ন মিয়া, আব্দুল হান্নান, রাম কৃষ্ণ মজুমদার, আনিছুর রহমান, জাহিদ হাসান, আল আমিন, আকাশ মিয়া, জহিরুল ইসলাম প্রমুখ।