শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাবা-মা’র খতমে তারাবীহ্ নামাজের ইমাম পুত্র তাসিন!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১২, ২০২০, ৪:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
তাসিন ফাইয়াজ খান, এবার হাফেজ হয়েছে! আলহামদুলিল্লাহ। সে ১২বছর বয়সে পহেলা রমজান হাফেজ হিসাবে স্বীকৃতি অর্জন করেন। সেদিন থেকেই তিনি নিজ বাসায় খতমে তারাবীহ্ পড়াও শুরু করেন দিয়েছেন। সরকার ঘোষিত মসজিদে যখন বিধিবিধান চালু হয় তখন এই বাবা-মা’র জন্য নিয়ামত হিসাবে এবার তাসিনের এই হাফেজ স্বীকৃতি অর্জন। নিজ বাসায় বাবা-মাকে নিয়ে খতমে তারাবীহ্ নামাজও বাবা-মা’র খতমে তারাবীহ্র ইমাম পুত্র তাসিন!আদায় করছেন।
তাসিন প্রথমে লালমাটিয়া জামিয়া ইসলামিয়া মাদরাসা থেকে ১৬পারা এবং পরবর্তীতে উয়েটার ইন্টারন্যাশনাল স্কুল থেকে বাকী ১৪পারা হিফজ সম্পূর্ণ করে। তার বাবার নাম মোহাম্মদ গোলাম সামদানী সুমন ও মাতার নাম মিসেস তাসলিমা সুলতানা খান। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামে।

তার এ অর্জনে হাফেজ মোঃ মাসুম বিল্লাহ্, হাফেজ মোঃ আমিনুল হক ও হাফেজ মোঃ মোজাম্মেল হোসেনের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করেন। তাসিন যেন ইসলামী শিক্ষা আলোকিত মানুষ হতে পারে- সে জন্য সবার নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে।