বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাবার ফাঁদে প্রাণ গেলো সন্তানের!

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২০, ১২:০০ পূর্বাহ্ণ
তিলক রায় টুলু
লাউ চুরি ঠেকাতে বাবার পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো সন্তানের।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হ্নদয় বিদারক ঘটনাটি ঘটেছে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের তুতির পাড়া গ্রামে। নিহত সাগর মল্লিক উপজেলার তুতিরপাড়া গ্রামের সাইফুল মল্লিকের ছেলে এবং সে ময়মনসিংহের রাঘবপুর লুৎফুর হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায় উপজেলার জারিয়া ইউনিয়নের তুতিরপাড়া গ্রামের সাইফুল মল্লিক দীর্ঘদিন ধরে বাড়ীর পাশে নিজ পুকুর পাড়ে লাউ চাষ করতেন।মাঝে মাঝে তার লাউ চুরি হয়ে যায়। তাই চুরি ঠেকাতে গোপনে লাউ গাছের পাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। মঙ্গলবারদিন সকালে তার ছেলে সাগর মল্লিক পুকুর পাড় থেকে লাউ আনতে যায়। এ সময় অসাবধানতাবশত সে ফাঁদে বিদ্যুতস্পৃষ্ট হয়। পড়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান বলেন ঘটনাটি তিনি শুনেছেন। তবে চোর ধরতে এভাবে মানুষ মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা অন্যায়।