আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ




বাঙালি মাজহারুল ইসলাম তুহিনের কবিতা- “আমার আমি”

 

আমার আমি
বাঙালি মাজহারুল ইসলাম তুহিন

আমি ছোটখাটো মানুষ,
না বললে চিনবেন কিভাবে?
বললে হয়তো চিনবেন!
আর নয়তো নয়।

বয়সে যুবক!
লেখিলে দাঁড়ায় চব্বিশ বছর।
দেখতে লম্বা!
মাপলে দাঁড়ায় পাঁচ ফুট আট।

ওজনে ভারি!
মিটারে দেখায় ছিয়াত্তর দশমিক সাত!
মুখভর্তি দাঁড়ি!
লম্বায় একমুষ্টি প্লাস।

মাথায় টুপি!
তবে লম্বা টুপি খুব পছন্দ আমার!
পড়নে জোব্বা!
খুব ভালো লাগে সুন্নতী পোষাক!

হাতে ঘড়ি!
কাঁটা ছাড়া ঘড়ি খুব পছন্দ আমার।
দেখতে শ্যামলা!
দেহের রং যদিও প্রতিবছর বদলায়।

যদি জিজ্ঞেস করেন কি করি!
বলবো জ্ঞান পিপাসুদের একজন।
আমি ইঞ্জিনিয়ার!
ইঞ্জিনিয়ারদের একজন!

আমি আল্লাহর গোলাম,
মহানবী সাঃ এর উম্মত।
আমি মুসলিম
মুসলমানদের একজন।

আমি বাঙালি
বাংলাদেশের একজন।

অতীত পেরিয়ে আজ যদিও বর্তমান,
থামবো সেদিন
যেদিন থাকবেনা দেহে প্রাণ।

আমি নিতান্তই একজন,
এতোগুলো মানুষের ভিড়ে।
অনেকেই ছিলো অনেকেই আসবে …
এভাবেই পৃথিবী এতোদূর চলছে…

অনেকে মরেও বেঁচে আছে!
কোটি কোটি হৃদয়ে।
আমাকেউ যেতে হবে!
বেঁচেও  যেন থাকি সকলের হৃদয়ে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০