মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঘিনীর অনিন্দ্য সুন্দর ছবি ভাইরাল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৯, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

এক মা বাঘ, সঙ্গে তার শাবক। হেঁটে যাচ্ছে গহীন বনের ভেতর। অপরূপ সুন্দর এ ছবি তুলেছেন ভারতের এক আলোকচিত্রী। তার নাম সিদ্ধার্থ সিং।

ইন্ডিয়া টাইমস জানায়, ভারতে গত বছরের জরিপে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা যায়।

দেশটির ন্যাশনাল টাইগার কনজারভেশন অথোরিটি এবং বন্যপ্রাণী অধিদপ্তর জানায়, ২০১৮ সালের জরিপে তাদের অংশের সুন্দরবনসহ বাঘের সংখ্যা পাওয়া যায় দুই হাজার ৯৬৭।

বাঘিনী ও তার শাবকদের ছবিটি ভারতের তেরাই অঞ্চলের।

ভারতের বন কর্মকর্তা পারভিন তার টুইটারে রবিবার এ ছবি পোস্ট করেন।

এ ছবি ভাইরাল হয়। অনেকে ভারতের সুন্দরবনসহ বিভিন্ন অঞ্চলে বাঘ সংরক্ষণের কৌশলের প্রশংসা করেন।

টি.কে ওয়েভ-ইন