শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বাকৃবি শিক্ষক সমিতির ২৩ লাখ টাকার বাজেট

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বাজেট সভা’২২ অনুষ্ঠিত হয়েছে।  শিক্ষক সমিতির এ বছর বিভিন্ন খাত থেকে আয় হিসেবে ১২ লাখ ১৮ হাজার ২৩০ টাকা ও ব্যয় হিসেবে ১১ লাখ ৯৮ হাজার টাকা ধরা হয়েছে।

সোমবার রাতে ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক. ড. মো. আব্দুস সালাম। এ সময় নতুন কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আশরাফুল হক নতুন বছরের বাজেট পেশ করেন।

কমিটির সব সদস্যের অনুমতিক্রমে প্রস্তাবিত বাজেট সভায় পাস করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির পরিচালনায় ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্তঃকলহ ভেদাভেদ সব ভুলে গিয়ে উন্নয়ন কাজে এগিয়ে আসতে হবে। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া সবাইকে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. একেএম জাকির হোসেন বলেন, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সব সংগঠন ও প্রশাসনের সঙ্গে কাজ করবে। অধিক গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে আরও এগিয়ে নিতে হবে। প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তি পৌঁছে দিতে হবে। সর্বোপরি ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে সুনজর দিতে হবে।

বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ওই সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর বাকৃবিতে শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম নিরঙ্কুশ জয়লাভ করে।