বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলা বর্ষবরণে গৌরীপুরে স্বজন পরিবারের চিত্রাকংন প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ

বাংলা বর্ষবরণ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১৬ এপ্রিল/২০২২) স্বজন পরিবারের সদস্যদের চিত্রাকংন প্রতিযোগিতা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্বজন সমাবেশের ৭৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বিচারকের দায়িত্ব পালন করেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. সেলিম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, জাতীয় কবিতা পরিষদের সদস্য শামীমা খানম মীনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, স্বজন সমাবেশের সাংস্কৃতিক সম্পাদিকা গোপা দাসা, কবি অনামিকা সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আশিকুর রহমান রাজিব, স্বজন লুৎফা রহমান, মাহমুদা আক্তার, হারুন অর রশিদ প্রমুখ।

বিজয়ীরা হলো ক গ্রুপে তাসফিয়া প্রথম স্থান জামান রায়না, দ্বিতীয় স্থান ঈশান, তৃতীয় স্থান মৃত্তিকা রহমান মিটি, খ গ্রুপে প্রথম স্থান শ্যামশ্রী ঘোষ বৃন্দা, দ্বিতীয় স্থান ফাতেমা বিনতে মালেক, তৃতীয় স্থান জাইয়ান, শারলিন, মো. আবু হোরাইরা, গ গ্রুপে প্রথম স্থান আহনাফ রশিদ, দ্বিতীয় স্থান মো. সিয়াম আহনাফ, তৃতীয় স্থান তাহমিন ইসলাম আদিব, ঘ গ্রুপে প্রথম স্থান ইয়াম বিনতে মালেক নিসা, দ্বিতীয় স্থান রুব্যাইয়াত হাসান, তৃতীয় স্থান রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, ঙ গ্রুপে প্রথম স্থান ফাহিম শাহরিয়ার জয়, দ্বিতীয় স্থান মো. সাদমান সাইফ রাব্বি, তৃতীয় স্থান অনিন্দ্য সরকার, পল্লব চন্দ্র সরকার, চ গ্রুপে প্রথম স্থান যৌথভাবে হালিমাতুস সাদিয়া, নুরে তাসফিয়া ইসলাম, দ্বিতীয় স্থান অমিত সরকার, তৃতীয় স্থান সাদিয়া জামান রাইসা, ৪র্থ স্থান তাইয়্যেবা জামান রায়না।