আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ




গৌরীপুরে বর্ণিল উৎসবে কেক কাটলেন তৃতীয় লিঙ্গের মানুষ

২যুগে যুগান্তর উপলক্ষে বর্ণিল জন্মোৎসবে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা কেক কাটেন।

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১১ ফেব্রুয়ারি-২০২৩) দৈনিক যুগান্তরের ২৪দিনব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে দিনব্যাপী তৃতীয় লিঙ্গের (হিজরা) মানুষদের নিয়ে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের শুরুতেই দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি বলেন, এ সমাজে আজকে তৃতীয় লিঙ্গের মানুষরা অবহেলিত। তাদেরকে নিয়ে এ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে হিজরাদের সংগঠনের সভাপতি প্রিয়া রানী সরকার বলেন, ট্রেনে-বাসে আমাদের লোকজন উৎপীড়ন বা জ্বালাতন করে, এটা আমরাও চাই না। আমরা কোথাও কাজ পাচ্ছি না, ওদেরকে কর্মসংস্থান দিতে পারছি না। আপনারা ওদের জন্য কাজ দিন, সমাজ বা রাষ্ট্রের চলমান উন্নয়নের চাকার সঙ্গে আমরাও যুক্ত করুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, হিজরাদের সংগঠনের সভাপতি প্রিয়া রানী সরকার, রানী, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, ব্যবসায়ী চন্দন এস, হারুন মিয়া, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রিয়া রাণী সরকার, তানিয়া, বৃষ্টি, কাজল, প্রিংকী, রানী, রিয়া, আয়না, জবাদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০