শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধু জন্মবার্ষিকী বর্ণিল আয়োজনে গৌরীপুরে পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২৩, ৯:০১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ/২০২৩) ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান প্রমুখ।
উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কেককাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, রাবেয়া ইসলাম ডলি, অজিত মোদক, গোবিন্দ বণিক, শিউলী চৌধুরী, সালমা আক্তার রুবী প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউইনও ফৌজিয়া নাজনীন। অংশ নেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সাবেক ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ বিশ^াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান প্রমুখ।