আজ বৃহস্পতিবার ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১২, ২০২০, ৩:৪৭ অপরাহ্ণ




বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে গৌরীপুরে ৩শতাধিক মেধাবী-কৃতি শিক্ষার্থীরার হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দিলেন অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি

গৌরীপুর প্রতিনিধি :
মাহবুবুল হক শাকিল সংসদের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১২ জানুয়ারি/২০২০) মেধাবী-কৃতি ৩শতাধিক শিক্ষার্থী পেলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিরের সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কৃর্তি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উদ্ধৃতি তুলে ধরে বলেন, ‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না’। সেই স্বপ্নের মতো সবাইকে বড় হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাশা পূরণে ‘আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে।’
গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ লুৎফা খাতুন বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল আলম, মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।


গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ প্রমুখ।
এ বিদ্যালয়ে বই বিতরণ করতে এসে আবেগ-আপ্লেুত হয়ে পড়েন অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি ঘুরে ঘুরে অধ্যয়নকালের শ্রেণিকক্ষ, প্রিয় মাঠ আর প্রিয় শিক্ষকদের স্নেহেরপরশ খোঁজে নেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি এই বিদ্যালয়ের ছাত্রী। এখানে আমার ভালোবাসামিশ্রিত। বিদ্যালয়ের মাঠের ধুলিকণার স্পর্শ আর তোমাদের পেয়ে আমি অভিভূত। আজ পরিবর্তন এসেছে-এই যে চারতলা বিশিষ্ট নতুন ভবন হচ্ছে সেগুলো জননেত্রী শেখ হাসিনার উপহার। যিনি এদেশের মানুষের সুখের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে।
নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করে প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক উম্মে কুলসূম বেবী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ আব্দুর রউফ দুদু, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সুমন মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০