বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দূর্লভ ছবি প্রদর্শনী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২০, ৩:৫৯ অপরাহ্ণ

গৌরীপুুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১১ জানুয়ারি/২০২০) উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহণে বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে দূর্লভ ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডার মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মুহাম্মদ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।
শোভাযাত্রায় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ প্রমুখ।