শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধু’র জন্মদিনে হাসলো সাড়ে ৫শ শিশু!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে শুক্রবার (১৭মার্চ ২০২৩) সাড়ে ৫শ শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি বলেন, প্রত্যেক শিশুর মাঝে বঙ্গবন্ধু’র বীজ বপন করতে হবে। দেশের প্রতি ভালোবাসা-মানুষের প্রতি যে ভালোবাসা বঙ্গবন্ধু রোপন করে গেছেন। সেই ভালোবাসায় শিশুদের গড়তে হবে।
শিক্ষা উপকরণ পেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী রোজিনা আক্তার জানায়, আমরা খুব আনন্দিত। বঙ্গবন্ধু’র জন্মদিনে অনেক কিছু পেয়েছি। তাঁকে স্যালুট জানাই। উপকরণ পেয়ে আনন্দে উদ্বেলিত রাহেলা আক্তার। সে জানায়, খুব ভালো লাগছে। আমরা মহাখুশি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন সোহেল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, মো. কামরুল ইসলাম, মো. শিপন মিয়া, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম প্রমুখ।