বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :

বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার রাজধানীর বাড্ডা, উত্তরা, গাজীপুর, মানিকগঞ্জসহ শিল্প অধ্যুষিত এলাকার বেশকিছু পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গত মার্চের বেতনের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন বলে জানা গেছে।

এসব বিক্ষোভে সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই না থাকায় করোনা ভাইরাসের ঝুঁকি আরো বাড়ছে। গত মাসের বেতন পরিশোধের জন্য সরকার ইতোমধ্যেই কারখানা মালিকদের আগামীকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। অন্যথায় দায়ী কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।