বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ফেসবুকে করোনা প্রতারণার ফাঁদ, সুরক্ষায় ৬ পরামর্শ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। পৃথিবীর ১০০টির বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। তবে এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি।

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে চলছে নানাবিধ প্রতারণা। যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের করোনাবিষয়ক কোনো লিংক এলে সতর্ক থাকতে হবে।

কারণ সাইবার দুর্বৃত্তরা ফেসবুক মেসেঞ্জারে করোনাভাইরাস নিয়ে সচেতনতার নামে ম্যালওয়্যার ছড়াচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাইবার দুর্বৃত্তরা করোনা নিয়ে প্রতারণা করছে। এ জন্য তারা অ্যাকাউন্ট নকল বা ক্লোন করছে। এর পর সেই অ্যাকাউন্ট থেকে যোগযোগ করে ক্ষতিকর প্রোগ্রামভর্তি একটি ওয়েবসাইটে তথ্য দিতে বলছে।

তাই কোনো অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক কার্যক্রম দেখলে, তা থেকে দূরে থাকতে হবে।

আসুন জেনে নিই ফেসবুকে করোনাভাইরাসের প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকার ৫ উপায়-

১. অপরিচিত কারও বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না।

২. সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

৩. না বুঝে করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক কোনো পোস্ট শেয়ার করবেন না। এর আড়ালে ম্যালওয়্যার থাকতে পারে বলে এ ধরনের পোস্ট শেয়ারও করবেন না। এতে ম্যালওয়্যার আপনার অন্য বন্ধুদের কাছে ছড়াতে পারে।

৪. ফেসবুকে কাউকে ক্ষতিকর মনে হলে ব্লক করে দিন।

৫. ফেসবুকে জরুরি কেউ টাকা চাইলে পাঠাবেন না। পরিচিত কেউ চাইলেও তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বা প্রকৃত ব্যক্তি বিপদে পড়েছে কিনা, খোঁজ নিন।

৬. ফেসবুকে করোনাভাইরাস প্রতিরোধী বলে দাবি করা কোনো মাস্কের আকর্ষণীয় প্রচারে প্রলুব্ধ হ্ওয়া থেকে বিরত থাকুন।

টি.কে ওয়েভ-ইন