শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীতে নদীপথে গাঁজা পাচারের সময় ২৭ কেজি গাঁজাসহ নৌকা উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
রনবীর রায় রাজ || জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম৷
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৬, ২০২২, ৯:২১ অপরাহ্ণ

প্রতিনিয়ত চোরাচালানের ধরণ পাল্টাচ্ছে কুড়িগ্রাম জেলার মাদক কারবারিরা। এবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ । এ সময় মাঝিদের নৌকা ও মাছ মারা জাল জব্দ করেছেন তারা।

বুধবার (১৬) নভেম্বর ভোর ৫ টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার সোনাই কাজী খেয়ার ঘাট এলাকায় থেকে মালামাল গুলো উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সারওয়ার পারভেজ জানান, গোরক মন্ডপ এলাকার মাদক ব্যবসায়ীরা নৌকা যোগে নদী পথে গাঁজা পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কজি গাঁজা আটক করা হয়েছে। নৌকার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।