মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়িয়ার দেওখোলায় সুষ্ঠভাবে গণটিকা প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ১২:৩৫ অপরাহ্ণ

একদিনে এক কোটি কোভিট ভ্যাকসিন প্রদান কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে গণটিকা প্রদান কার্যক্রম শনিবার সকাল ৯টা থেকে টিকা প্রদান শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে। এর আগে গণটিকা সঠিকভাবে বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু মাইকিং ও প্রচারপত্র বিলি করেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশাল প্যান্ডেল কওে দিনব্যাপী এই টিকা কার্যক্রম চলে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গগটিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এবং সুন্দও পরিবেশে গণটিকা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় ইউপি চেয়ারম্যানকে ন্যবাদ জানান। গণটিকা প্রদানকারী, সহায়তাকারী স্বেচ্ছাসেবীদের জন্য ভুড়িভুজের আয়োজন করা হয়। দিনব্যাপী এই টিকা কার্যক্রম তদারকি করেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু, আওয়ামীলীগ নেতা মেহের আলী, মজিবুর রহমান মাস্টার, নায়েব আলী মন্ডল, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।