বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীতে ১৯৭৯ ব্যাচের বন্ধু মিলন-মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ অক্টোবর, ২০২২
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২২, ৫:১৩ অপরাহ্ণ

উত্তর ধরলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী রাবাইতারী এস,বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্ধু মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালের এসএসসি ব্যাচের আয়োজনে শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি রেলি বের হয়ে খড়িবাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় হল রুমে মতবিনিময় সভা ও স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হয়। ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ইসলাম শেখের সঞ্চালনায় ও রাবাইতারী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসেন আলী ব্যাপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায়, বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা: মোঃ শাহজাহান আলী খন্দকার,বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ন পরিচালক (পিআর এল) নুর মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, রাবাইতারী এস,বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক মাহফুজার রহমান শেখ, মহিউদ্দিন শেখ, পঞ্চানন রায় বড়বিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকারসহ আরো অনেকে। পরে মৃত শিক্ষক ও সহপাঠীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক শিক্ষার্থী আ,ফ,ম দেওয়ান আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শেষে উপস্থিত ১৯৭৯ সালের সকল বন্ধুদের মাঝে বন্ধু স্মৃতি স্মারক প্রদান করা হয়।