আজ শুক্রবার ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ১২, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ণ




ফুলবাড়ীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংঘর্ষে আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ইভটিজিংয়ের প্রতিবাদ’ করার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত তরুণ ও ভুক্তভোগী কিশোরীর বাবাসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী গ্রামে এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি মিয়া (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার ৯ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ফুল ও চিঠি দিতেন এবং কুরুচিপূর্ণ কথা বলতেন। ওই ছাত্রী বিষয়টি বাবাকে জানায়। পরে কিশোরীর বাবা রনির বাবা মো. হাছেন আলীকে জানান। এতে রনি ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে তার হাত জোরপূর্বক ধরে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় কিশোরীর চিৎকারে তার চাচাতো ভাই সুবাশিষ চন্দ্র ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় তরুণ ও কিশোরীর বাবা, ভাই ও নিকট আত্মীয়সহ ১০ জন গুরুতর আহত হন। কিশোরীর ভাই সুবাশিষ চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমার বোনকে অভিযুক্ত রনি প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। আমরা দুইদিন আগে তাকে শাসন করার জন্য তার বাবাকে বিচার দিয়েছিলাম। তার জেরে আজ সন্ধ্যার দিকে আমাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা এর সঠিক বিচার চাই। অভিযুক্ত রনি গুরুতর অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে রনির মা নাজমা বেগম মুঠোফোনে বলেন, আমার ছেলে এবার এইচএসসি পরীক্ষা দেবে। ওই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারাই আজ বিকেলের দিক ফোনে ডেকে নিয়ে রড দিয়ে আমার ছেলের মাথায় মারে। সে এখন হাসপাতালে ভর্তি। আমরা বাধা দিতে গেছি, তখন আমাকেও মেরেছে। আমরা এর বিচার চাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০