শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মার্চ, ২০২৩
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মার্চ, ১২, ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের ফুলপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের আশিপাচ কাহনিয়া গ্রামের আদর্শ মৎস্য চাষী জুয়েল হাসানের ষাট শতাংশ পুকুরের তেলাপিয়া, গুলশা, বাংলা মাছ বিষ প্রয়োগে মাছ নিধনের  পাওয়া গেছে।
জানা যায় মৎস্য চাষী জুয়েল রবিবার সকালে দেখতে পান তার পুকুরে চাষকৃত কয়েক লক্ষ টাকার মাছ মরে বেসে যাচ্ছে। প্রথমে ধারণা করা হয়েছিল অক্সিজেন ফেইল করে মাছ গুলো মারা যাচ্ছে। পরে অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মনে করা হচ্ছে মৎস্য চাষীর সাথে পূর্ব শত্রু তার জেরে মাছগুলো বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এর আগেও চিহ্নিত দুর্বৃত্তরা আরো দুইবার তার মাছ বিষ প্রয়োগে হত্যা করেছিল বলে  জানান এই মৎস্য চাষী।  মরা মাছগুলো পোস্টমর্টেমের জন্য মৎস বিভাগের ফরেনসি বিভাগে  পাঠানো সহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে চলছে বলে মৎস্য চাষী জুয়েল হাসান জানান । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলেও জানান তিনি।