মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রত্যাশায় একটি মন : অনামিকা সরকার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৭, ২০২০, ১২:০৮ পূর্বাহ্ণ
প্রত্যাশায় একটি মন
অনামিকা সরকার
…………………………….
বিদায় করেছো যারে নয়নের জলে।
এখন ফিরাবে তারে কিসেরও ছলে
অর্ধচন্দ্র আর তুচ্ছ তাচ্ছিল্যে
জীবন টা থেমে গেছে মরনাপন্ন সামনে।
চিনবে হয়তো তাও নিশ্চিহ্নে
বিচলিত হবে হয়তো দু এক ফোটা অশ্রুজলে।
একটা প্রানের আকুল আবেদন
বাঁচার জন্য সাধারন আপ্রান।
শুনিলো না কোন আপন জন
ছিলোই না তার মনে হয়
কোনকালে কেহ জন।
জীবনের চেষ্টা বড় বৃথাময়
হয়ে গেছে চির স্থির সবদিন সবসময়।
আর কোন কাম্য কারো পানে ধায়
অসময়ে অনেকই বন্ধুবৎসল হয়।
সময়ে চেনা যায় সবারই আচরন
পিছিয়ে গেছে সরল সহজ নিস্পাপ একটি মন।