বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আহত-২০, বাড়িঘরে হামলা ভাংচুর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ৫, ২০২০, ২:৫৪ পূর্বাহ্ণ
তিলক রায় টুলু
পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার(৩৩) নামে এক ব্যাক্তি নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত লিটন মিয়া (৩০), আবুল বাশার (৩৩), আজিজুল(৪০), হক মিয়া(৩৫), আঃ মান্নান (৩৫),রাশিদা বেগম (৪৫) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত শিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় আবুল বাশার (৩৩) মারা যায়।
ঘটনাটি ঘটেছে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা পশ্চিম পাড়া গ্রামে সোমবার (৪ মে) সকালে।
এলাকাবাসী সুত্রে জানাযায় সোমবার সকালে বারহা পশ্চিমপাড়া গ্রামের মঞ্জুরুল হকের শশা খেতে প্রতিবেশি নবাব আলীর একটি গরু প্রবেশ করে শশা ক্ষেতের ক্ষতি সাধন করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে মারামারি ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।
এদিকে আবুল বাশারের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মঞ্জুরুল হকের লোকজন উত্তেজিত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়ে ১০/১২টি ঘর ভাংচুর করেছে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বথলা থানার ওসি তাওহীদুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য উভয় পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে।