শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত, বিক্ষোপ্ত জনতার ২ ঘন্টা সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ

তিলক রায় টুলুঃ

শ্যামগঞ্জ-পূর্বধলা-বিরিশিরি সড়কে বালুবোঝাই ট্রাকের পাচায় পিষ্ট হয়ে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক ঘটনা স্থলেই নিহত হয়েছে। নিহত জুয়েল মিয়া মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় চা-পাতা ফেরি করে বিক্রি করত।
ঘটনাটি ঘটেছে বুধবার ১৫ জানুযারী বিকাল ৫টার পর উপজেলার মহিষবের গ্রামে।
নিহত জুয়েল মিয়ার বাড়ী পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামে। তার পিতার নাম মৃতঃ জামির হোনের মাস্টার।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় জুয়েল মিয়া মোটরসাইকেল যোগে শ্যামগঞ্জ বাজার থেকে শালদিঘা নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ীর খুব কাছাকাছি মহিষবের নামক স্থানে পৌছঁলে বিপরীতদিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক অপর একটি ট্রাক কে অভারটেক করতে গিয়ে তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়। দূর্ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
দূর্ঘটনার পর পর উত্তেজিত জনতা শ্যামগঞ্জ পূর্বধলা সড়ক অবরোধ করে রাখে, খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ ও পূর্বধলা থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে রাত সারে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সড়ক যোগাযোগ পুনঃ স্থাপন করে।