আজ শুক্রবার ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মে, ৮, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ




নেত্রকোনায় নমুনা সংগ্রহ ১৩৮৩ জনের, আক্রান্ত ৬৭

অনলাইন ডেস্ক :

নেত্রকোনা জেলায় মোট ১৩৮৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১০৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এতে ৬৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এ দিকে ২৯১ জনের নমুনা পরীক্ষা এখনও বাকি রয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন এবং ৫২ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

মোট আক্রান্ত ৬৭ জনের মধ্যে ৪৩ জনই পোশাককর্মী। বাকিদের মধ্যে ৫ জন চিকিৎসক, এ ছাড়াও স্বাস্থ্যকর্মী, হাসপাতালের ঝাড়ুদার, ১ জন এনজিওকর্মী, ২ জন রাজমিস্ত্রির সহযোগী, ২ জন কৃষক ও ১ জন শিশু রয়েছে। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ৫৭ জনই বাইরের জেলা থেকে এসেছেন।

এ দিকে মঙ্গলবার নতুন করে এক চিকিৎসকসহ আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খালিয়াজুরীতে চিকিৎসকসহ ২ জন, মোহনগঞ্জে ২ জন, মদনে ২ জন, আটপাড়ায় ১ জন ও কেন্দুয়ায় ১ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল জেলায় প্রথম ২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। তাদের মধ্যে ১ জন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (২৮)। অপরজন সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা (৫০)।

নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান জানান, এ পর্যন্ত জেলার ১৩৮৩ জনের নমুনার মধ্যে বুধবার পর্যন্ত ১০৯২টির প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০