বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নূরুল আবেদিনের কবিতা- ‘সমাধান’

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
মোঃ নূরুল আবেদিন || কবি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৩, ২০২১, ৭:৫১ অপরাহ্ণ

 

সমাধান
মোঃ নূরুল আবেদিন

এই ভূবনে আমরা স্বজন, সন্দেহ নাই তাতে,
সৎকর্মে সময় কাটাই, থাকি সবে এক সাথে।

কারো থাকতে পারে দালান-কোঠা, অহংকার,
আবার কেহ দিবারাতি করছে মজার কারবার।

হয়তো কখনও সাথীহারা বেদনায়, নিরস মনে,
চাতক পাখির মতো তৃষ্ণায় বৃষ্টির ফোঁটা গুণে।

কেহ আবার সমাজপতি, করছে নিজের বড়াই,
সুযোগ বুঝে ডুব মেরে করছে স্বার্থের লড়াই।

এইতো হলো দিনকাল, মানবের অশান্তির স্থান,
মানুষকে ধোঁকায় ফেলে দুষ্টেরা টানছে কান।

কেউবা আবার নেতা হবার নীতি নিয়ে ঘুরে,
মধুবাক্য পাঠ করে জনতাকে শুনায় সুরে।

কুকর্ম সাধন সিদ্ধির পরে, তারা নিজের পেট ভরে,
ভূখা মানুষের আহার গ্রাসে সম্পদের পাহাড় গড়ে।

আমরা স্বাধীন-সেবক সমাজ গড়ার কারিগর,
একে অন্যের বিপদের সাথী, নাহি কেহ পর।

ভূবনে এখন আছে রাক্ষুসি করোনা ব্যাধী,
মানব জীবনের দুরবস্থা দেখে আমরা কাঁদি।

ঘরকোণে থেকে হা-হুতাশ করলে চলবেনা,
মানবসেবা করবো আমরা, কোথাও যাবোনা।

আমরা স্বজন করছি পণ, জীবের সেবা করা,
বেহুঁশ যারা ধর্মহারা, স্বদেশের শত্রু তারা।