শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নারীদের আত্মকর্মসংস্থান ও অগ্রযাত্রায় দেখে মুগ্ধ বিশ্বব্যাংক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ

দারিদ্রপীড়িত নারীরা নিজেদের আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য লড়াই করছে। ওরা অত্যন্ত পরিশ্রমী। কুসংস্কার-প্রতিবন্ধকতা দূর করে নিজেদেরকে সমাজে সম্মানজনক অবস্থা সৃষ্টি করেছেন। সুষ্ঠ সমাজ গঠনে সামাজিকভাবে স্বনির্ভর আত্মকর্মসংস্থান ও অগ্রযাত্রার প্রচেষ্টা দেখে আমি মুগ্ধ। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা এসডিএফের গ্রাম সমিতির কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার (২১মার্চ ২০২৩) কথাগুলো বললেন বিশ্বব্যাংকের ফিন্যান্স অফিসার এস নিতিশ কুমার।

তিনি আরো বলেন, একটি গ্রামের দারিদ্রতা, বেকারত্ব, অশিক্ষা, স্বাস্থ্যসেবার খাতগুলোতে যেসব সমস্যা আছে তা চিহ্নিত করেছে এই সমিতি। এখন শুধু সমাধান, সো হেপি। এছাড়াও বিশ্বকব্যাংকের প্রতিনিধিদলে ৭জন প্রতিনিধি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূটিয়ারকোনা গ্রাম সমিতির সভাপতি ঝুমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুল বাকিয়া। সূচনা বক্তব্যে সমিতির কার্যক্রম তুলে ধরেন ঝুমা আক্তার। তিনি বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং প্রকল্প এলাকার গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা করছে এসডিএফ।

 

নারীদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে বিশ^ব্যাংকের প্রতিনিধি দল সাতজন নারী প্রতিনিধিকে পুরস্কৃত করেন। তারা হলেন ঝুমা আক্তার, জান্নাতুল বাকিয়া, রিনা আক্তার, হ্যাপি আক্তার, পপি আক্তার, ফজিলা আক্তার, রুমা আক্তার।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ এন্ড লাইভলি হুড ইমপ্রæভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অধিনে এ গ্রাম সমিতির কার্যক্রম চলছে। বাস্তবায়ন করছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

বক্তব্য রাখেন এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এ.জেড.এম. সাখাওয়াত হোসেন, পরিচালক (অপারেশন্স) মো. গোলাম ফারুক, পরিচালক (অর্থ ও ক্রয়) মাহবুবুল আলম, তানজিলা আলম, শেখ নাইমুর রহমান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আবুল হোসাইন, জেলা ব্যবস্থাপক কৃষ্ণ চন্দ্র ভৌমিক,্ উপজেলা কর্মকর্তা মো. সহিদুর রহমান প্রমুখ।