বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ -|- ১৪ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ১০:০৬ অপরাহ্ণ

নান্দাইল প্রতিনিধি :

জিএসএন নিউজ ২৪ : ময়মনসিংহের নান্দাইল উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির এক সভা সোমবার (২৭এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ১০টাকা কেজির চলমান কর্মসূচির এপ্রিল পর্যন্ত নান্দাইল উপজেলায় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিয়ে আলোচনা অনুষ্টিত হয়। আলোচনায় কিছু অভিযোগ প্রমানিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্ড বাতিল এবং ডিলারদের লাইসেন্স কেন বাতির করা হবে না এই মর্মে ৩দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আলোচনায় সভায় অংশ গ্রহন করে উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিসংখ্যান অফিসার ও উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। সভা পরিচালনা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা। সভায় রাজগাতী ইউনিয়নের জামতলা বাজারের ডিলার মো: রিপন ভূইঁয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়নের মনাপাশা বাজারের ডিলার মো: খুররম ভোক্তাদের বেশ কিছু কার্ড বিতরণ না করে তাদের নিকট রেখে দেওয়ার বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।