শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির পথসভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
তিলক রায় টুলু || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২২, ২:৪৬ অপরাহ্ণ

চাল ডাল তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে শ্যামগঞ্জ বাজার ও হাসনপুর চৌরাস্থায় এক পথ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। সোমবার (১৪ মার্চ) বিকালে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার রেলগেইট ও হাসনপুর চৌরাস্থায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সিপিবির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, কমরেড সাজেদা বেগম সাজু, গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক কমরেড হারুন আল বারী, শ্যামগঞ্জ শাখার সাধরন সম্পাদক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, পৌর কমিটির সাধারন সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড নুরুজ্জামান, কমরেড সুশান্ত দেবনাথ খোকন, কমরেড রুকনুজ্জামান সোহেল, উপজেলা কমিটির সদস্য কমরেড আব্দুল লতিথ, সিধলা ইউনিয়ন শাখার সম্পাদক কমরেড আবুল হাসিম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামূল হাছান অয়ন, সহ-সভাপতি অর্ক দত্ত, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্পিতা কবিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারন মানুষের নাগালের মধ্যে আনতে হবে। গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। ঘুষ দূর্নীতি লুটপাট বন্ধ করতে হবে। অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট চক্র ভেঙ্গে দিতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতাল পালনের জন্যও তিনি জনগনকে আহবান জানান।