বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুই সন্তানকে হত্যা করে ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২০, ৩:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লির শালিমার বাগে দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন মধুর মালানী নামের এক ব্যবসায়ী। পুলিশের ধারণা হতাশা থেকেই এমন কাজ করেছেন তিনি।

ভারতীয় পুলিশ জানায়, ভারতীয় স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম দিল্লির শালিমারের একটি বাড়িতে থেকে এক কিশোরী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই মেট্রো স্টেশন থেকে ব্যবসায়ী মধুর মালানীর আত্মহত্যার খবর আসে।

যদিও মধুর মালানীর মরদেহের কাছ থেকে বা তার বাড়ি থেকে এখনও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ।

জানা গেছে, বাড়িতে যখন নিজের দুই সন্তানকে হত্যা করেন ওই ব্যবসায়ী তখন তার স্ত্রী অর্থাৎ শিশুদুটির মা বাজারে গিয়েছিলেন। পরে বাড়ি এসে তার সন্তানদের মৃত অবস্থায় দেখতে পান তিনি। এদিকে নিজের স্বামীরও কোনও খোঁজ পাননি সেই সময়। ফলে নিরুপায় হয়ে পুলিশে খবর দেন তিনি। যদিও ওই ঘটনার কয়েক ঘণ্টা পরেই খবর আসে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ব্যবসায়ী।

তবে ওই ব্যবসায়ীর দুই সন্তানের মৃত্যুর সঠিক কারণ এখনও পুলিশ প্রকাশ করেনি; ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই এই সম্বন্ধে নিশ্চিত করে বলা যাবে বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

এই বিষয়ে দিল্লির পুলিশ কমিশনার বিজয়ান্ত আর্য জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।