শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

দীপিকা পাডুকোনের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক :

দীপিকা পাডুকোনের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত। দীপিকার আপকামিং ফিল্ম ‘ছপাক’ র ট্রেলার দেখে তিনি যে রীতিমতো আবেগে ভেসে গেছেন তা খোলাখুলি জানালেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত। আসলে একই পেশায় থেকে এক অভিনেত্রী আরেক অভিনেত্রীর পিঠ চাপড়ে দিচ্ছেন এটা সচরাচর দেখা যায় না। তবে সোজা কথা সোজাভাবে বলতে দ্বিধা করেন না কঙ্গনা। তাই ‘ছপাক’ ছবিতে একজন অ্যাসিড আক্রান্তের সত্যি ঘটনাকে নিজের অভিনয় দক্ষতায় ফুটিয়ে তোলার জন্য মুক্তির ঠিক কয়েকদিন আগে তিনি দীপিকা পাডুকোনকে ধন্যবাদ জানালেন।

ছপাকের ট্রেলার তাকে ব্যক্তিগতভাবে ছুঁয়ে গেছে বলে জানান কঙ্গনা। কেননা তার বোন রঙ্গোলি চন্দেলের উপরেও একবার অ্যাসিড আক্রমণের চেষ্টা হয়েছিল। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করে কঙ্গনা বলেছেন, ‘নিজের গোটা পরিবারের তরফ থেকে দীপিকা পাড়ুকোন, মেঘনা গুলজার এবং ছপাকের পুরো দলকে ধন্যবাদ জানাতে চাই, কেননা তারা যেভাবে একজন অ্যাসিড আক্রান্তের গল্প সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তা অবিশ্বাস্য।’

ভিডিওতে কঙ্গনা বলেন, ‘আমি ছপাকের ট্রেলার দেখেছি। আর সেটা দেখার পর আমার নিজের বোন রঙ্গোলির সঙ্গে হওয়া ঘটনার কথা মনে পড়ে গেছে ওর উপরেও অ্যাসিড আক্রমণ হয়েছিল আমার সমস্ত স্মৃতি মনে পড়ে গেল।’

তিনি আরও বলেন, ‘নিজের এবং নিজের পরিবারের জন্যে যে সাহস রঙ্গোলি দেখিয়েছে তা আমাকে সবসময় কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহ দেয়। ওর হাসি আমাকে দুঃখ কষ্টের সঙ্গে মোকাবিলা করার জন্য অনুপ্রাণিত করে।’

এদিকে, মঙ্গলবারই দীপিকা পাডুকোন নয়া দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানকার পড়ুয়াদের ওপর হওয়া হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।