আজ সোমবার ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
তারাকান্দায় বাট্টাভাটপাড়া এস.সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে সংবর্ধনা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী হলেন যাঁরা তারাকান্দায় মোটরসাইকেল দূর্ঘটনা বাড়ছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আশরাফ তুঙ্গে ওমরা হজ্জে নেয়ার প্রলোভনে,প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২ তারাকান্দায় দু’মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১ মে দিবসে গৌরীপুরে ডেকোরেটর কারিগর শ্রমিক ইউনিয়নের বর্ণিল শোভাযাত্রা মহান মে দিবসে রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা বিশ্ব শ্রমিক দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা মহান মে দিবসে গৌরীপুরে জাতীয় শ্রমিক লীগের বর্ণিল শোভাযাত্রা
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৪, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ




তিতাস গ্যাস ফিল্ড আবারও সংকটে

বাহাদুর ডেস্ক :

ফের সংকটের মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ ও সমৃদ্ধ গ্যাসক্ষেত্র তিতাস। এর ‘লোকেশন-১’-এর ৭টি কূপের কম্প্রেসার স্থাপনে দ্বিতীয় দফার দরপত্র নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এতে বছরে ২ হাজার ৫০০ কোটি টাকার গ্যাস উত্তোলন ঝুঁকির মুখে পড়েছে। কম্প্রেসার বসাতে না পারলে দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা বন্ধ হয়ে যাবে। দরপত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ভিগ্যাস। সবমিলে প্রকল্পের দাতা সংস্থা এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিপি) কিছুটা অসন্তুষ্ট। তারা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির কাছে এসব বিষয়ের ব্যাখ্যা চেয়েছে।

প্রায় ৯৫০ কোটি টাকার এ প্রকল্পে প্রথম দফার দরপত্রে জাল-জালিয়াতি করে এমন প্রতিষ্ঠানকে কাজ দেয়া হচ্ছিল, যার সক্ষমতা নেই। প্রতিষ্ঠানটির অফিশিয়াল অস্তিত্বও ছিল না। টেকনোস্টিম এনার্জি নামে যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাডসর্বস্ব কোম্পানিকে কাজ দিতে গিয়ে ফেঁসে যায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

শেষ পর্যন্ত ওই দরপত্র বাতিল করে দ্বিতীয় দফায় দরপত্র দেয়া হয়। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় দরপত্র উন্মুক্ত করা হয়। এতে ৩টি কোম্পানি অংশ নেয়। অভিযোগ উঠেছে, বিজিএফসিএল এমন একটি কোম্পানিকে শর্ট লিস্ট করে, যে কোম্পানি দরপত্রে কারিগরিভাবে নন রেসপন্সিভ। প্রথম দফার দরপত্রেও একই কারণে তারা নন রেসপন্সিভ হয়েছিল। কিন্তু এবার তাদের রেসপন্সিভ করা হয়েছে। এটা নিয়ে চলছে তোলপাড়।

বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে প্রকল্পের দাতা সংস্থা এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিপি) বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডকে চিঠি দিয়েছে। এতে এডিবি দরপত্রের ৭টি কারিগরি বিষয় সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে। অভিযোগ বিজিএফসিএল যে কোম্পানিকে কার্যাদেশ দেয়ার জন্য চূড়ান্ত শর্ট লিস্ট তৈরি করেছে ওই কোম্পানির দেয়া কারিগরি স্পেসিফিকেশনের সঙ্গে ৭ থেকে ১২টি টেকনিক্যাল প্যারামিটার কোয়ালিফাই করছে না।

এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক কাসেম খান বলেন, এডিবি তাদের কাছে চিঠি দিয়ে যে ব্যাখ্যা চেয়েছে তার প্রতিটি প্রশ্নের লিখিত উত্তর দেয়া হয়েছে। এখন এডিবিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রকল্পের ভবিষ্যৎ কী হবে।

তিনি বলেন, এই প্রকল্পের দাতা সংস্থা এডিবি, কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের। তবে তিনি বলেন, আগে যে কারণে শর্ট লিস্ট হওয়া কোম্পানি নন রেসপন্সিভ হয়েছিল, এবার তারা সেটি পূরণ করেছে। তাছাড়া ওই দরদাতা প্রতিষ্ঠান যে কোম্পানির কম্প্রেসার দিচ্ছে, সেটি বিশ্বসেরা।

এদিকে বিজিএফসিএলের শর্ট লিস্ট করা কোম্পানির কারিগরি দরপত্রকে নন রেসপন্সিভ দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ভিগ্যাস। ওই চিঠিতে বলা হয়েছে, টেন্ডারের শর্ত ছিল প্রক্রিয়া করা গ্যাস তেলমুক্ত রাখতে হবে। কিন্তু দরদাতা প্রতিষ্ঠানের কম্প্রেসারে তা সম্ভব হবে না।

নন-লুব্রিকেটেড সিলিন্ডারসহ কম্প্রেসার দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য ব্র্যান্ড। কিন্তু দরদাতা লুব্রিকেটেড সিলিন্ডারসহ এরিয়েল কম্প্রেসার প্রস্তাব করেছে, যা টেন্ডার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দরপত্রে বলা হয়েছে, প্রতিটি সিলিন্ডারের প্রতিস্থাপনযোগ্য লাইনার থাকবে। লাইনারটির পুরত্ব বহুলভাবে গৃহীত এপিআই-৬১৮ স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে তৈরি।

কিন্তু দরদাতা প্রতিষ্ঠান এরিয়েল কম্প্রেসার প্রস্তাব করেছে, যার সিলিন্ডারে লাইনার নেই। এটিও টেন্ডার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে আরও বলা হয়, কম্প্রেসারের সর্বনিু গড় পিস্টনের গতি ১৩ ফুট/সেকেন্ডের বেশি হবে না। পিস্টনের গতি পিস্টন রাইডার ব্যান্ডগুলোর হারকে সরাসরি প্রভাবিত করে। এ ক্ষেত্রেও ওই দরদাতা কোম্পানি টেন্ডারের শর্ত পূরণ করতে পারেনি।

দরপত্রে চারটি সিলিন্ডারসহ কম্প্রেসার প্রস্তাব করা হয়েছিল। সবকটি ডাবল কার্যক্ষমতাসম্পন্ন। চারটি সিলিন্ডারসহ বিজিএফসিএল কম্প্রেসারের জন্য কম সংখ্যক ফ্রেম এবং চলমান গিয়ার আহ্বান করেছিল।

কিন্তু এই শর্তও পূরণ করতে পারেনি ওই দরদাতা। এছাড়া টেন্ডার স্পেসিফিকেশন শর্ত অনুযায়ী ওয়াটার কুলিং সিলিন্ডার অফার করা হয়েছিল। কিন্তু দরদাতা প্রতিষ্ঠান এয়ার কুলড সিলিন্ডার সরবরাহ করেছে, যা এই টেন্ডারের জন্য প্রস্তাবিত নয়।

এ প্রসঙ্গে পিডি কাশেম খান বলেন, ওয়াটার কুলিং সিস্টেম অনেক পুরনো। অপরদিকে এয়ার কুলিং আধুনিক ও আপগ্রেড। তাদের এই অভিযোগ সঠিক নয়। তাছাড়া সর্বনিু দরদাতা এপিআই-৬১৮ স্ট্যান্ডার্ডের মান অনুযায়ী দরপত্র জমা দিয়েছে। তিনি বলেন, এসব অভিযোগের সব উত্তর তারা এডিবিকে লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে নানা অভিযোগে দীর্ঘদিন ধরে কম্প্রেসার বসাতে না পারায় তিতাস গ্যাসক্ষেত্রে দ্রুত কমে যাচ্ছে গ্যাসের চাপ (রিজার্ভার প্রেসার)। সবচেয়ে নাজুক অবস্থা ক্ষেত্রটির ‘লোকেশন-১’-এর ৫টি কূপের। সম্প্রতি এডিবিকে দেয়া বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক প্রাকৃতিক চাপে এসব কূপ থেকে এক বছর পর্যন্ত গ্যাস তোলা সম্ভব হবে। এরপর দৈনিক ২০ কোটি (২০০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যাবে, যার আর্থিক মূল্য বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা। এজন্য কম্প্রেসার বসানো জরুরি।

অনুসন্ধানে জানা গেছে, সময়মতো ‘কম্প্রেসার’ বসাতে না পারার কারণেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। এজন্য বাংলাদেশ গ্যাস ফিল্ডের একটি প্রভাবশালী সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, এই সিন্ডিকেটের সদস্যরা লোকেশন-১-এর ৫টি কূপে কম্প্রেসার বসানোর জন্য দরপত্র আহ্বানে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত।

ফলে দরপত্র আহ্বান করেও চূড়ান্ত পর্যায়ে এসে দরপত্র বাতিল করতে হয়েছে। দ্বিতীয় দফার দরপত্রেও সক্রিয় ওই সিন্ডিকেট। এবারও যদি কোনো কোম্পানিকে কার্যাদেশ দেয়া না হয় তবে এসব কূপের ভবিষ্যৎ নিয়েও বড় ধরনের ঝুঁকি তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্টদের মতে, এই ক্ষেত্রটি থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার টিসিএফ গ্যাস তোলা হয়েছে। এরপরও এখানে প্রায় সমপরিমাণ গ্যাসের মজুদ আছে। এই গ্যাস তোলার জন্য ওয়েলহেড কম্প্রেসার বসানো প্রয়োজন। এজন্য এডিবির আর্থিক সহায়তায় বিজিএফসিএল ওই ৫টি কূপে ওয়েলহেড কম্প্রেসার বসানোর প্রকল্প গ্রহণ করে।

সেই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যেই ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলনের হার দৈনিক ৩০ কোটি ঘনফুট থেকে কমে ২০ কোটি ঘনফুটে দাঁড়ায়। ৫টি কূপে কম্প্রেসার বসানো হলে গ্যাস উত্তোলন আবার ৩০ কোটি ঘনফুটে উন্নীত হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১