শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

তারুণ্যকে বাঁচাতে হলে পাঠাগারের বিকল্প নেই.. সৈয়দ রফিক ॥ গৌরীপুর গণপাঠাগারের পঞ্চবার্ষিকী সম্মেলন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ নভেম্বর, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৫, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগার’র পঞ্চবার্ষিকী সম্মেলন শনিবার (৫ নভেম্বর/২০২২) পাঠাগার মিলনায়তনে অনুষ্টিত হয়। জাতীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরীপুর পৌরসভার মেয়র ও গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, আজকে দেশের তারুণ্যকে বাঁচাতে হলে পাঠাগারের বিকল্প নেই। সবনেশাকে ধ্বংস করতে বইপড়ার অভ্যাস বাড়াতে হবে। পাঠাগারে তাদেরকে প্রবেশ করানোই এখন সময়ের দাবী।
সম্মেলনে লেখক প্রাবন্ধিক রণজিৎ করকে প্রধান নির্বাহী পরিচালক (সভাপতি) ও সত্যেন দাসকে সহকারী প্রধান নির্বাহী পরিচালক (সহসভাপতি) ও আমিরুল মোমেনীনকে নির্বাহী পরিচালক (সাধারণ সম্পাদক) নির্বাচিত করা হয়।
প্রথমপর্বে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের ভারপ্রাপ্ত প্রধান পরিচালক সত্যেন দাস। সঞ্চালনা করেন পরিচালক আমিরুল মোমেনীন। পঞ্চবার্ষিকী কর্মপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন বিদায়ী কমিটির নির্বাহী পরিচালক রণজিৎ কর, অর্থবাজেট পেশ করেন পরিচালক (অর্থ) আরিফ আহমেদ। বক্তব্য রাখেন গৌরীপুর ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আলী জিন্নাহ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, আব্দুল মালেক, আলহাজ¦ আব্দুল কদ্দুছ, কাজী আব্দুল্লাহ আল মামুন, শহীদুল্লাহ হুমায়ুন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, নুরুন নঈম, শামীমা খানম মীনা, গোলাম মুক্তাদির বিলাস, মো. আব্দুস সাত্তার, মো. মজিনুর রেজা, আশিকুর রহমান রাজিব, মোখলেছুর রহমান, জাকিয়া সুলতানা প্রমুখ।
দ্বিতীয়পর্বে সভাপতিত্ব করেন গণপাঠাগারের প্রতিষ্ঠাতা পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এপর্বে লেখক প্রাবন্ধিক রণজিৎ করকে প্রধান নির্বাহী পরিচালক (সভাপতি), সত্যেন দাসকে সহকারী প্রধান নির্বাহী পরিচালক (সহসভাপতি) ও আমিরুল মোমেনীনকে নির্বাহী পরিচালক (সাধারণ সম্পাদক) নির্বাচিত করে ১৫সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।