বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দা ২ ফেইসবুক আইডির বিরুদ্ধে জিডি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ আগস্ট, ২০২১
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক।।
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৩, ২০২১, ১১:৩১ পূর্বাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে বক্তব্য আদায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় ২ আইডি’র বিরুদ্ধে জি,ডি হযেছে।

জিজি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিওটি উপজেলার ঢাকিরকান্দা গ্রামের মো: মোফাজ্জল হোসেনের নজরে আসে।

গত ২১ আগষ্ট শনিবার তারাকান্দা থানা ২ টি ফেইসবুক আইডির বিরুদ্ধে জিডি করেছে মোফাজ্জল হোসেন (৪৫) নামক এক ব্যাক্তি। জানা গেছে, অজ্ঞাত ২ ব্যাক্তি উপজেলার ঢাকিরকান্দা গ্রামের মো: মোফাজ্জল হোসেনের বাড়িতে যায়। পরে সরকারী ঘর পাওয়ার অজুহাতে বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে ঘুষ দেয়ার বক্তব্য দিতে বলে।

জিডিতে আরও উল্লেখ করে চেয়ারম্যানের নামে ঘুষ নেওয়ার কথা না বলিলে তাকে মিথ্যা মামলা জড়ানোর হুমকি দেয়। তিনি তাদের ভয়ে চেয়ারম্যানকে ঘুষ দেয়ার কথা বলিলে ভিডিও ধারণ করে। তারপর ২ ব্যাক্তি শরৎ সেলিম ও শেখ মামুনুর রশীদ মামুন নামে ফেইসবুকে পোস্ট করে। এতে চেয়ারম্যান সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়া মোফাজ্জল হোসেন সাধারণ ডায়েরি করেন।<<টি.কে ওয়েভ-ইন>>