শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় সুপারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২২, ২০২০, ৪:৫১ অপরাহ্ণ

ফিক বিশ্বাস নিজস্ব প্রতিবেদক তারাকান্দা  ॥

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভাটিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উক্ত মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গণি, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান এর যোগসাজসে মাদ্রাসা উন্নয়নের নামে পুরাতন ৭ (সাত) টি মেহগনি গাছ ও মাদ্রাসা নামীয় বিষকা মৌজায় ১৫ শতাংশ বিক্রয় করে লাখ লাখ টাকা আত্মসাত করে। এ বছর জেডিসি পরীার্থীদের রেজিষ্ট্রেশনের নামে জন প্রতি ৫/৭ শত টাকা হাতিয়ে নেয়। পরীার্থীরা প্রতিবাদ করলে সুপার তাদের লাঞ্চিত করে। এছাড়া ওই মাদ্রাসার সহকারি শিীকা শিরিনা আক্তার মাতৃকালীন ছুটি শেষ হলেও অসুস্থতা অজুহাতে তার পরিবর্তে ওই মাদ্রাসা সুপারের পুত্র জুনায়েদ আহমদ কে ভাড়ায় শিক অলিখিত নিয়োগ করেছে। এদিকে শিার্থী ও অভিভাবকদের না জানিয়ে মাদ্রাসা সুপার তার পছন্দনীয় লোক জন নিয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা ও বোর্ডে অনুমোদনের প্রেরণ করেছেন। এই ঘটনা অভিভাবকদের মাঝে প্রকাশ হলে একাধিক অভিভাবক জেলা মাধ্যমিক শিা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বরাবরে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ব্যাপারে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গণির সাথে যোগাযোগ করলে অভিযোগটি সাজানো বলে দাবি করেন। উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

টি.কে ওয়েভ-ইন