শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনাসপ্তাহ পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৩, ২০২২, ১:৩৬ অপরাহ্ণ
এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনা সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে  উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মক্রতার কার্যলয়ে গতকাল বৃহস্পতিবার এক অবহিত কবণ সভা অনুষ্ঠিত হয়। এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট,ভাইরাল,হেপাটাইটিস ও ডায়রিয়া  নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণবিভাগ,সিডিসি,স্বান্থ্য অর্ধিদগ্তর, মহাখালী, ঢাকা আয়োজনে অবহিত করন সভা সভাপতিত্ব করেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ  ফরাজি মোঃ মাহবুবুল আলম মন্জু।
ডাঃ শেখ আব্দুল্লাহ  শাফি ও ডাঃসাদিয়া তাহিয়া বুবাইয়া’র সঞ্চালনা
 আবহিত করণ সভা বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার  ডাঃ দিবাকর ভাট, মেডিকেল অফিসার ডাঃ  মহি উদ্দিন খান,ডাঃরাজিয়া সুলতানা, ঢাঃ রাজিয়া  সুলতানা,নবশ্রী ভৌমিক,
উপজেলা  উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)  মোঃ আল আমীন হোসেন প্রমুখ।