বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় দুই প্রতিবন্ধী নর- নারীলে চাউল ও আর্থিক সহায়তা করলেন ইউএনও

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ মার্চ, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ
ময়মনসিংহের  তারাকান্দায় দরিদ্র  দুই প্রতিবন্ধী এনর-নারীকে চাউল ও আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
জানা গেছে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের দরিদ্র প্রতিবন্ধী এনামুল হক মন্ডল পাথের দ্বারে মনোহারী দোকান করে ৪ সদস্যের পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছে।
প্রতিবন্ধী  এনামুল হক মন্ডলকে নিয়ে দৈনিক স্বজন পত্রিকা “জীবন যুদ্ধে হার মানেনি প্রতিবন্দ্ধী এনামুল ” শিরোনামে সংবাদ প্রকাশ  হলে  তারাকান্দা উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও)  মিজাবে রহমত গতকাল মঙ্গলবার এনামুল হকের খোজখবর নিতে বাঁশতলা  গ্রামে যান।
এ সময়   ইউএনও  মিজাবে রহমত  আর্থিক সহায়তা করেন।
তখন উপস্থিত ছিলেন. তারাকান্দা  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  রফিক বিশ্বাস. সাবেক ইউপি সদস্য মেঃ আতাউল  হক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। অপরদিকে  সড়ক দূর্ঘটনা পঙ্গুত্ব বরন করা দরিদ্র  প্রতিবন্ধী  ফাতেমাা বেগমক ৩০ কেজি ওজনের  চাউলের বস্তা সহায়তা করেম।
দরিদ্র প্রতিবন্ধী  পঙ্গু ফাতেমা সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ – হালুয়াঘাট  সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘি   মডেল মসজিদের সামনে হুইল চেয়ারে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছো।