বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায চালককে জখম করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা : ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ মার্চ, ২০২৩
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ

মনসিংহের তারাকান্দায় চালককে জখম করে সিএনজি ছিনতাই করে পালানোকালে জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৮টায় যাত্রীবেশে ২ছিনতাইকারী তারাকান্দা হইতে ময়মনসিংহের উদ্দেশে সিএনজিযোগে রওনা দেয়।চালক ফুল মিয়(৩৫) সিলনজি নিয়ে ময়মনসিংহ – শেরপুর সড়কের উপজেলার রুপচন্দ্রপুর নামকস্থানের ফাঁকা জাযগায পৌছলে চালককে টানাছেছড়া করে সড়কের পাশে নিয়ে যায় এবং রড় দিয়ে পিঠিয়ে ও চাকু দিয়ে জখম করে। চালক সহ আশপাশের লোকজনের ডাকচিৎকারে স্থানীরা এসে ছিনতাইকারী গোপালপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র শফিকুল ইসলাম ওরফে রাফি(২৬)কে জনতা আটক করে তারাকান্দা থানা পুলিশে সোপর্দ করে। এ সময় অজ্ঞাত ছিনতাইকারী পালিয়ে যায়। এ বিষয়ে সিএনজি চালক ফুল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ছিনতাইকৃত সিএনজি উদ্ধারপূর্বক ছিনতাইকারীকে গ্রেফতার করে তারাকান্দা থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধন/২০১৯) এর ৪/৫ এর রুজু করিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ শফিকুল ইসলাম ওরফে রাফি ২৬)কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।