শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ অক্টোবর, ২০২১
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৬, ২০২১, ৭:২১ অপরাহ্ণ
“সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন ” এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন হয়েছে।
জানা গেছে, আজ বুধবার তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভা কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত শহিদ পিংকি, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ, ইউডিসি উদ্যেক্তাগন।
সভায় উপজেলার তিনটি ইউনিয়নকে জন্ম -মৃত্যু নিবন্ধন কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। তন্মধ্যে কাকনী ইউনিয়ন পরিষদ ২য় স্থান অর্জন করেছে।
কাকনী ইউনিয়ন পরিষদের পক্ষে অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউপি সচিব মুঃ আসাদুজ্জামান।