বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাদের ত্যাগে জাতির মুখে বিজয়ের স্লোগান ফুটে। অনামিকা সরকার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
অনামিকা সরকার || কবি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২১, ১০:০৬ অপরাহ্ণ

বিজয়ের সোনার বাংলা
লক্ষ ভাইয়ের রক্তে ভেজা
স্বাধীন সোনার বাংলাদেশ
যে মাটিতে ঘুমায়ে ভাইয়েরা
বিজয় ছিনিয়ে আনলো দেশ।

আমার দেশ স্বাধীন বাংলা
শহীদ ভাইদের স্মৃতিতে
সোনার বাংলা গড়ে দিলো তারা
নিজেদের জীবন বাজিতে।

কত ভাইয়েরা যুদ্ধ করে
হয়ে গেলো তারা গাজী
কত ভাইয়েরা প্রান দিলো
দেশের জন্য যুদ্ধ করি।

বাংলার ঘরে ঘরে
দামাল ছেলেরা
বিজয়ের কেতন উড়ায়
স্বাধীন বাংলাদেশের ঘটে
তাদের অভূদ্যয়।

যুদ্ধ করে বেঁচে আছে
তারাই হলো গাজী
যুদ্ধে যারা শহীদ হয়েছে
তাদের স্মৃতিচারণ আজি।

বাংলার মায়েদের বীর ছেলেরা
পায়না ভয় মোটে
তাদের ত্যাগে জাতির মুখে
বিজয়ের স্লোগান ফুটে।

বিজয় মাখা দেশটি আমার
লাল সবুজের পতাকাতে
বছর ঘুরে এই দিনটি যেন
আবার ফিরে আসে।