শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ -|- ১৫ই চৈত্র, ১৪৩০-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

‘ডেমোক্রেসি হিরো’ ক্রেস্ট পেলেন খালেদা জিয়া

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২২, ২:১০ অপরাহ্ণ

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘দি কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ এর পক্ষ থেকে ‘ডেমোক্রেসি হিরো’ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেছেন।

মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘স্প্রিট টেস্ট গ্লোবাল ইনডেক্স এর ২০২১ সালের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৮ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮ তম হয় যা চরম হতাশার। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবি যে কতটা অসাড় তা প্রমাণিত হয় এই তথ্যের মাধ্যমে। বাগাড়াম্বর ও দুর্নীতির জন্য সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে জনগণকে মোবাইল ইন্টারনেটের গতি বাড়িয়ে সেবা প্রদান করতে।’