আজ শনিবার ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৫, ২০২২, ৮:২২ অপরাহ্ণ




গৌরীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা

আসমান থেকে পানি পড়ে, আবার আসমানে যায় মিশে-এর মাঝে প্রাণীকূল বেঁচে থাকে ওই পানি ধারণ করে। পানি’র জীবনকাল বৃদ্ধি ও পানির অধিক ব্যবহারের পদ্ধতি দর্শকদের মুগ্ধ করে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৫ নভেম্বর/২০২২) উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায়। এ পরিকল্পনার পদ্ধতি আবিষ্কার করেন গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওদের এ প্রকল্পের নাম পানি সম্পদ ব্যবস্থাপনার সঠিক ব্যবহার।

অপরদিকে ‘মাধ্যমিক শিক্ষায় পাইলটিং প্রকল্প’ শিক্ষাঙ্গনের নতুন অধ্যায় রচনা করতে পারে। এ প্রকল্পের প্রস্তাবনা ও উদ্ভাবন করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা। তারা তুলে ধরেন একটি বিদ্যালয় ও তার পরিবেশ। গুণগত শিক্ষার কার্যক্রম, প্রকৃতি ও শিক্ষার্থীদের নতুন জগতে কিভাবে নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অন্যতম ¯েøাগান ‘গ্রাম হবে শহর’। এ সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১৪টি স্টলে প্রদর্শণী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপাতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

মেলায় প্রদর্শিত পানি সম্পদ ব্যবস্থাপনার সঠিক ব্যবহার উদ্ভাবিত প্রকল্পে সম্পর্কে গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা ক্ষুদে বিজ্ঞানী আফনান আদৃত যুগান্তরকে জানান, আমরা পানির সঠিক ব্যবহার না করায় তলদেশে পানি কমে যাচ্ছে। তাই এ প্রকল্প বাস্তবায়িত হলে একই পানি বারবার বিশুদ্ধ পানি হিসাবে ব্যবহার করা যাবে। প্রকল্প প্রণয়নে সহযোগিতায় করেন আরিফুল ইসলাম জনি, ইয়াসিনুর রহমান প্রান্ত শেখ, শাফিন মাহমুদ রাদিত, মুহতাসিন আহমেদ তাওসিফ, সাকিব আল হাসান, জারিফ আবরার লাবিব।

এ দিকে ‘গ্রামই হবে শহর’ প্রকল্পের বর্ণনা তুলে ধরেন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানী আজমেরী সুলতানা সায়মা। একটি পরিকল্পিত গ্রাম যেখানে শব্দ-পানি-বায় দূষণ থাকবে না, সড়ক হবে নিরাপদ, কৃষিপণ্যের ন্যাযমূল নিশ্চিত হবে। সহযোগিতা করেন শিক্ষার্থী রাজিয়া সুলতানা ইমা, ইমু আক্তার, হাদিয়া সুলতানা মিতু, সুমাইয়া জাহান সিমি, রাইসুল হাসান রাজিন, ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহাদী হাসান জ¦ীম, তাহ্সীন সরকার অর্পণ, মুহাইমিনুল ইসলাম রাতুল, ফারহান হোসেন জারিফ, মাহিনুর রশিদ, নাবিবুল আল আবির। মাধ্যমিক শিক্ষায় পাইলটিং প্রজেন্টের বর্ণনা তুলে ধরেন গৌরীপুর পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ক্ষুদে বিজ্ঞানী মারিয়া সুলতানা ঐশি। প্রকল্পে সহযোগিতা করেন ইফরাত জাহান জেরিন, ইপসিতা মুমতারিন আদিবা, তাসকিয়া ইসলাম মোহনা, সাবিরা মুসফিয়াত লিয়া, তাসফিয়া রহমান আরফি, মেহজাবিন রহমান মায়িশা, সুমাইয়া তাবাস্সুম ¯িœগ্ধা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০